প্রতিষ্ঠানের ইতিহাস

কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়টি ১৮৩২ খ্রি: সালে প্রতিষ্ঠিত। বিগত ১৯/০৩/১৯৯১খ্রি: সনে প্রতিষ্ঠানটি জাতীয় করণ করা হয়। বিদ্যালয়ে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত পাঠদান চালু আছে। বিদ্যালয়টিতে বর্তমানে ৭১৭ জন ছাত্র-ছাত্রী অধ্যয়নরত এবং একুশজন শিক্ষকের স্থলে ১২ জন শিক্ষক, শিক্ষিকা কর্মরত আছেন। বিদ্যালয়ের তিন তলা ভবনটি একটি দু’তলা ভবন একটি, হাফ বিল্ডিং তিনটি, খেলার মাঠ একটি ও বিদ্যালয় প্রাঙ্গনে দুইটি শহীদ মিনার রয়েছে।

বিস্তারিত
Change