বিষয় শিক্ষক হিসাবে নৈপূণ্য এপ এর SMS না পেয়ে থাকলে এবং PI & BI দেয়ার ক্ষেত্রে করনীয়

**প্রথমে প্রধান শিক্ষক মহোদয়ের মাধ্যমে প্রতিষ্ঠানের আইডি পিন ব্যবহার করে লগ-ইন করে দেখে নিন আপনার মোবাইল নাম্বার সঠিক ভাবে আছি কি না?

বাংলায় লেখা, কোন স্পেস বা হাইপেন থাকলে SMS আসবে না। প্রয়োজনে মোবাইল নাম্বার আপডেট করে নিন । অথবা যে নাম্বারে SMS পেতে চান সেই নাম্বার প্রোফাইলে যুক্ত করেন। এই কাজ প্রতিষ্ঠান প্রধানের প্যানেল থেকে করতে হবে।

** শিক্ষকের আইডি হিসাবে আপনার পিডিএস নাম্বার ব্যবহার করুন। পিন ভুলে গেছেন এ ক্লিক করুন। আপনার প্রদত্ত নাম্বারে OTP যাবে। OTP হিসাবে যে ছয় ডিজিট যাবে সেই ডিজিট পিন হিসাবে ব্যবহার করে এপ এ প্রবেশ করতে পারবেন।

** প্রয়োজনীয় তথ্যগুলো(আইডি-পিন) একাধিক জায়গায় লিখে সংরক্ষণ করুন।

** এখন শিক্ষার্থীদের PI & BI দেয়া যাচ্ছে। সুতরাং দ্রুত তথ্য ইনপুট দিতে পারেন।

** সকল শিক্ষার্থীকে PI & BI দেয়ার পর জমা দিবেন, জমা দেয়ার আগে অনুপস্থিত থাকলে ABSENT লিখে তারপর জমা দিতে হবে।

** কাজের সুবিধার জন্য একটি পি-আই এ প্রাপ্ত ইন্ডিকেটর সকল শিক্ষাথীকে দিয়ে পরে অন্যটাতে গেলে ভাল হবে। কত জনের মধ্য কতজনকে মূল্যায়ন করা হয়েছে তা দেখা যাবে। যেমন 25/65, PI এর ক্ষেত্রে 1/2 ইত্যাদি।

** নৈপূণ্য এপটি সর্বশেষ ভার্সন ডাউনলোড করে ইনস্টল করতে হবে। নিচে লিংক দেয় আছে।

** ইন্টারনেট যখন ভাল থাকবে তখন এবং যখন এপ স্মুথলী কাজ করে তখনই সকল কাজ করে নেয়ার চেষ্টা করবেন।

**সফলভাবে তথ্য জমা হলে তা হারাবে না। নতুন কলে এপ ইনস্টল করলেও পূর্বের তথ্য দেখতে পাবেন।

Download

মোঃ আনোয়ার উদ্দীন হিরন
হেল্পডেস্ক নেত্রকোণা
01711129709

Change